Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

০৩টি আশ্রয়ণ প্রকল্প ও 03টি গুচ্ছগ্রাম বাস্তবায়ন করা হয়েছে এবং 258 টি ভূমিহীন পরিবারকে কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। 5728 টি মিউটেশন কেস নিষ্পত্তির মাধ্যমে 5728টি খতিয়ান হালনাগাদকরণ করা হয়েছে । অগ্রাধিকার ভিত্তিতে  ১০ জন ইউনিয়ন ভূমি সহকারী ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । উপজেলা ভূমি অফিসের অগোছালো রেকর্ড রুমটি সুবিন্যস্তকরণের মাধ্যমে নথিপত্র অর্থবছর অনুযায়ী সাজানো হয়েছে। অফিসে হেল্পডেস্ক স্থাপনের মাধ্যমে জনভোগান্তি হ্রাস করা হয়েছে। ১০টি ইউনিয়ন ভূমি অফিসে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এছাড়া শুনানী ও সেবা গ্রহীতাদের বসার ঘর নির্মাণ করা হয়েছে।

  • চুক্তি অনুযায়ী মিউটেশন কেস নিষ্পত্তির মাধ্যমে খতিয়ান হালনাগাদকরণ করা হবে।
  • সাধারণ ও সংস্থার ভূমি উন্নয়ন কর এবং কর বর্হিভুত রাজস্বের বিভিন্ন খাতের আদায় চুক্তি অনুযায়ী নিশ্চিত করা হবে।
  • চুক্তি অনুযায়ী রেন্ট সার্টিফিকেট মামলা নিষ্পত্তি করা হবে।
  • অগ্রাধিকার ভিত্তিতে ০৮ জন  ইউনিয়ন ভূমি সহকারী/ উপ-সহকারী কর্মকর্তাকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে।
  • বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে ০২টি ইউনিয়ন ভূমি অফিসের অবকাঠামো /সীমানা প্রাচীর মেরামত/সংস্কার করা হবে।
  • কমপক্ষে ১০০ জন ভূমিহীনদের মধ্যে খাসজমি বিতরণ করা হবে।
  • বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে ০২ টি ইউনিয়ন ভূমি অফিসে সোলার প্যানেল স্থাপন করা হবে।
 

 ১. আশ্রয়ন প্রকল্প-০১টি

 ২. আবাসন প্রকল্প-০৪টি

৩. গুচ্ছ গ্রাম প্রকল্প-০১টি

৪. ইফাদ প্রকল্প-০৩টি

কার্যক্রম:

উপজেলা ভূমি অফিসের উল্লেখযোগ্য কাজ হলো ভূমি ব্যবস্থাপনা ও রেকর্ড সংরক্ষণের দায়িত্ব পালন। এছাড়া অন্যান্য দায়িত্ব হলোঃ

vনামজারী ও জমাভাগ মোকদ্দমার মাধ্যমে রেকর্ড হালকরণ।

vরেকর্ড সংশোধন।

vখাস জমি ব্যবস্থাপনা।

vখাস জমি ব্যবস্থাপনা।

vঅর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা।

vসায়রাত মহালের তথ্যাদি সংরক্ষণও ব্যবস্থাপনা।

vদেওয়ানী মোকদ্দামা তথ্য বিবরণী প্রস্তুত ও প্রেরণ।

vভূমি উন্নয়ন কর আদায়।

vরেন্ট সাটিফিকেট মোকদ্দমা পরিচালনা করা।

vগুচ্ছগ্রাম ও আদর্শ গ্রাম প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম।

vআবাসন ও আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন।

vমিস মোকদ্দমা পরিচালনা করা।

vভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান।

vঅকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান।

vজরিপ কাজের তদারকি ও পরিচালনা করা।

vদাবিদারহীন (লা-ওয়ারীশ) সম্পত্তির ব্যবস্থাপনা

vসিকস্তি-পয়স্তি জমি ব্যবস্থাপনা

vএল এ কেস নিস্পত্তি করণে সহায়তা করা।

vজমির শ্রেণী পরীবর্তন করা।

vহাট-বাজার ব্যবস্থাপনা।

vআদালতের আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন।

vPO-96, 98,95

vপরিত্যক্ত ভূ-সম্পত্তি জবর দখল/ উচ্ছেদ

vসরকারি গাছ-গাছালি সংরক্ষণ / পুরাতন মালামাল সংরক্ষণ

উপরোক্ত কার্যক্রমগুলি সঠিকভাবে পরিচালনা ও বাস্তবায়নের জন্য সহকারী কমিশনার ভূমি এর অধীনে কানুনগো, সার্ভেয়ার, অফিস সহকারী, সমন জারীকারক, চেইনম্যান ও এমএলএসএসগণ দায়িত্ব পালন করেন ও সার্বিকভাবে তাঁকে সহযোগিতা করেন।

আওতাধীনঅফিস:সাধারণত প্রতিটি ইউনিয়নেএকটি করে ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। আবার একাধিক ইউনিয়ন মিলেও একটি ভূমি অফিস রয়েছে। তবে সিটি কর্পোরেশন বা অন্যান্য বিশেষ ক্ষেত্রে একাধিক অফিস থাকতে পারে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এ সকল অফিসে দায়িত্ব পালন করে থাকেন। এক বা একাধিক ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ তাকে সার্বিক ভাবে সহযোগীতা করেন।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের দায়িত্ব নিম্নরুপ:

vভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায়

vখাস জমির বিবরণ সংরক্ষণ।

vনাম পত্তন কেসের সরেজমিনে তদন্ত।

vবিবিধ দাবী আদায়।

vমৌজা ম্যাপ সংরক্ষণ।

vহাট-বাজার ও জলমহালের টোল আদায় ও খাস আদায়(সরেজমিন তদন্ত ও তদারকি করণ)।

vদেওয়ানী মোকদ্দমার তথ্য বিবরণী প্রস্তুত ও আদালতে সাক্ষ্য প্রদান।

vসরকারী স্বার্থ সংশ্লিষ্ট জমির দখল বজায় রাখা(অবৈধ দখলদার চিহ্নিতকরণ,উচ্ছেদের জন্য প্রস্তাব প্রেরণ ও উচ্ছেদ কাজে সহযোগিতা করা)।

vসিকস্তি-পয়স্তি জমির বিবরণ সংরক্ষণ।

vজমির শ্রেণী হালনাগাদ করণ।

vব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর আদায়।

vপিও ৯৮/৭২, পিও ১০/৮৪ মোতাবেক সিলিং বহির্ভূত জমি চিহ্নিত করণ।

vসাটিফিকেট মোকদ্দমার দাবী আদায়/ সাটিফিকেট মোকদ্দমারপ্রস্তাব প্রেরণ।

vবিবিধ আবেদনের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন।

vআবাসন/ আশ্রয়ন/ গুচ্ছগ্রাম/ আদর্শ গ্রাম পরিদর্শন ও তদারকি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ ।

vকৃষি ও অকৃষি খাস জমির তদন্ত ও বন্দোবস্তের জন্য প্রস্তাব প্রেরণ ।

vআদালতের আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন ।

vএস,এ, কেসের অন্তর্ভুক্ত সম্পত্তি সংরক্ষণ/ অব্যবহৃত সম্পত্তি খাস করণের জন্য প্রস্তাব প্রেরণ ।

vনামজারী ও জমাভাগ মোকাদ্দমার মাধ্যমে রেকর্ড সংশোধন ।

vসরকারি ও মালিকানাধীন সম্পত্তির রেকর্ডপত্র সংরক্ষণ।

vজরিপ কাজে সরকারি সম্পত্তি রেকর্ড করণে সহায়তা করণ।

vঅর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি রক্ষণাবেক্ষণ।

vসরকারি গাছ-গাছালি সংরক্ষণ।

vদাবিদারহীন (লা-অয়ারিশ) সম্পত্তি চিহ্নিতকরণ ও খাসকরণের জন্য প্রস্তাব প্রেরণ।