Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

১.১      রুপকল্প (Vision):
          দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা।

১.২      অভিলক্ষ্য (Vision & Mission)
          দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণ।
 
১.৩      কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives)
 
১.৩.১   কৌশলগত উদ্দেশ্যসমূহ:

          ১. ভূমি ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি;
          ২. রাজস্ব সংগ্রহ বৃদ্ধি;
          ৩. ভূমিহীন পরিবারের সংখ্যা হ্রাস;
          ৪. ভূমি বিরোধ হ্রাস।

১.৩.২     আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ:

         ১. দক্ষতার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন;
         ২. কার্যপদ্ধতি, কর্মপরিবেশ ও সেবার মানোন্নয়ন;
         ৩. দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন;
         ৪. তথ্য অধিকার বাস্তবায়ন জোরদারকরণ;
         ৫. আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন।

১.৪    কার্যাবলি (Functions)

         ১. সরকারের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন;
         ২. ভূমি রাজস্ব/ভূমি উন্নয়ন করের সঠিক দাবী নির্ধারণ, আদায়, কর বহির্ভূত রাজস্ব আদায় এবং ভূমি উন্নয়ন কর আদায় বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
         ৩. ভূমি রাজস্ব প্রশাসনের কর্মকর্তাদের কার্যক্রম তত্ত¡াবধান;
         ৪. উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, তত্ত¡বধান ও পরিবীক্ষণ;
         ৫. খাস জমি ব্যবস্থাপনা;
         ৬. অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা;
         ৭. সায়রাত মহাল ব্যবস্থাপনা;
         ৮. গুচ্ছগ্রাম সৃজন।